বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

কয়রায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

কয়রা (খুলনা), ১৪ ডিসেম্বর, এবিনিউজ : শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিচারণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এড. শেখ মোঃ নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- উপজেলা চেয়ারম্যান মাওলানা আ খ ম তমিজ উদ্দিন, শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গভীর রাতে পাক হানাদার বাহিনী বাঙ্গালিদের নেতৃত্বশূণ্য করার হীন উদ্দেশ্যে অগনিত বুদ্ধিজীবি হত্যা করে এদেশের স্বাধীনতা আন্দোলন দমনে মরিয়া হয়ে ওঠে। কিন্ত বুদ্ধিজীবি ও মুক্তিবাহিনীর সম্মিলিত প্রয়াসে তাদের ষড়যন্ত্র সফল হয়নি।

বুদ্ধিজীবিদের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত