শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

বন্দর, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৭ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরে নবীগঞ্জ কদম রসুল কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা বেগম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানার ভারপ্রাপÍ কর্মকর্তা আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ক.ম নুরুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদম রসুল কলেজের অধ্যক্ষ মাহতাব খান। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা আরও জানান, পাকিস্তানি দোসররা ১৯৭১ সালে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেন এবং সে ষড়যন্ত্রের ধারা এখনও অব্যহত আছে। তাই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নিতে হবে।

বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং মুক্তিযুদ্ধের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত