শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শুক্রবারের রাশিফল

শুক্রবারের রাশিফল

ঢাকা, ১৫ ডিসেম্বর, এবিনিউজ : পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। এস্ট্রস্যাজ.কম এ দেওয়া এই দৈনিক রাশিফলে আমরা সঠিক জ্যোতির্বিজ্ঞানের আধারে ভবিষ্যফল লিখি। এইরকম সাপ্তাহিক রাশিফলে আমরা সূক্ষ্মতম জ্যোতিষীয় গণনার ধ্যান রাখি। যদি মাসিক রাশিফলের কথা বলি তো মানদণ্ড এটার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্ষিক রাশিফলে আমাদের বিদ্যবান তথা অনুভবী জ্যোতিষীরা সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। বিশেষতঃ আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে -

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): ব্যবসা ক্রমেই বেড়ে উঠবে এবং সেই সূত্রে নানা স্থানে যেতে হতে পারে। ঊর্ধ্বতনরা আপনার কাজে খুব খুশি হবেন। সেটি তাদের ইতিবাচক ব্যবহারে বোঝা যাবে। আয় ও লাভ সম্ভবত বাড়বে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): সামাজিক অনুষ্ঠানগুলিতে সক্রিয় যোগদান আপনাকে আরও সক্রিয় করে তুলবে। সামাজিক স্বীকৃতি পাবেন। জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। বাড়ির পরিবেশ আনন্দমুখর করে তুলবে। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন (২২মে – ২১ জুন): বারবার মেজাজ পরিবর্তন প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলি খারাপ করে দিতে পারে। কাছের মানুষদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। প্রিয়জনরা আঘাত পেতে পারেন। পরিস্থিতি এড়িয়ে যেতে মুখ বন্ধ রাখুন। মানসিক শান্তি বজায় রাখার এটি একটি নিশ্চিত পন্থা। দিনের শেষভাগ থেকে প্রেমের যোগ শুভ। শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আর্থিক লাভ হবে এবং কাজে সাফল্য পাবেন। এই সাফল্য আপনাকে উদ্দীপিত করবে। সমস্ত কাজ আপনি উদ্দীপনার সঙ্গে নিজের উদ্যোগে করবেন। প্রেম নিয়ে মানসিক চাপ কাটাতে নীরবতার মধ্যে সময় কাটান। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট): প্রেম নিয়ে হতাশা থেকে বেরিয়ে আসবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন। ঝগড়ার সম্ভাবনা থাকলেও খুব তাড়াতাড়ি মিটমাট করে নিতে পারবেন। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) : নতুন প্রকল্প শুরুর জন্য দিনটি অনুকূল ও আদর্শ। বহুদিন পর ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আরও আনন্দিত বোধ করবেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। তবে প্রেম নিয়ে কিছুটা হতাশায় ভুগতে পারেন। শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): খরচের সম্ভাবনা আছে, তাই সাবধানতা অবলম্বন করুন। বদমেজাজের জন্য আপনার বদনাম হতে পারে। প্রেমের সুযোগ নষ্ট হতে দেবেন না। সময়ে কাজ শেষ না করতে পারায় হতাশ হয়ে পড়তে পারেন। সন্তানরা আপনার দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে উঠতে পারে। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): অনেকটা সিনেমার মতো জীবনসঙ্গীর সঙ্গে মিলিত হবেন। তবে নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখুন। না হলে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। হজমের সমস্যায় ভোগার জন্য শারীরিকভাবে আপনি কিছুটা দুর্বলবোধ করতে পারেন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আনন্দ দেবে। প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে পারবেন। মায়ের থেকে আসা সুসংবাদ পারিবারের পরিবেশকে আরও আনন্দমুখর করে তুলবে। বুদ্ধিদীপ্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য সময়টি আদর্শ। প্রেমযোগ শুভ। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):সামাজিক কিছু ঘটনায় অংশ নেবেন যেগুলি আনন্দ দেবে। প্রেম নিয়ে অতিমাত্রায় অনুভূতিশীল হয়ে পড়বেন। অনৈতিক কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন। যাত্রাযোগ শুভ। শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): মেজাজ বদল হওয়ার জন্য প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। রাগ ও কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। নতুন কোনো কাজ শুরু করবেন না। প্রেমযোগ মিশ্র। শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): অল্প সময়ে লাভ করার লোভ ত্যাগ করুন। আইনি কাজকর্ম থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকুন। মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। প্রেম নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। সন্ধায় শারীরিকভাবে একটু বেশি সক্রিয় থাকবেন। শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১০

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত