![সাভারে বাস ও ট্রাকের সংঘর্ষ: নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/15/accident1@abnews_115330.jpg)
সাভার, ১৫ ডিসেম্বর, এবিনিউজ : ঢাকা অারিচা মহাসড়কের সাভারে বাস ট্রাক সংঘর্ষে বাবু হোসেন নামে (৩০) বাসের চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৪০ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক বাবু হোসেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মেহের শেখের ছেলে।
জানা গেছে, রাতে সাভার থেকে যাত্রী নিয়ে ওয়েলকাম পরিবহনের একটি বাস নবীনগর যাচ্ছিলো। এ সময় বাসটি ঢাকা আরিচা মহাসড়কের লোক প্রশাসন কেন্দ্রের সামনে একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। বাসটি উল্টে গেলে এতে থাকা প্রায় ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পর ওয়েলকাম পরিবহনের চালক বাবু হোসেন মারা যান।
এদিকে এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসষ্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত ব্যাপক যানজট দেখা দেয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। রাত পৌনে এগারোটায় যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবুল হোসেন জানায়, মহাসড়ক থেকে গাড়িটি সড়ানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর