![কাঠালিয়ায় অপহৃত কলেজ ছাত্রী উদ্বার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/15/uddhar_115355.jpg)
ঝালকাঠি, ১৫ ডিসেম্বর, এবিনিউজ : ঝালকাঠির কাঠালিয়ায় অপহরণ মামলার ভিকটিম কানিজা ফাতিমা অমি (১৬) নামের কলেজ ছাত্রীকে উদ্বার করেছে পুলিশ। কাঠালিয়া থানার এসআই মো. হেলালের নেতৃত্বে পুলিশ ঝালকাঠি সদর থানা পুলিশের সহায়তায় গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকার মাহবুব আলমের বাড়ী থেকে ভিকটিমকে উদ্বার করা হয়। উদ্বারকৃত ভিকটিম কানিজ ফাতিমা অমি উপজেলার কচুয়া গ্রামের রফিকুল ইসলাম আকনের মেয়ে ও কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
গত বুধবার মামলার বাদীর বাড়ীর সামনের পাকা রাস্তা দিয়া পার্শ্ববতী এলাকার সামিম খলিফা (২২) সহ ৫-৬ জন মিলে অমিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত শুক্রবার কানিজ ফাতিমার পিতা রফিকুল ইসলাম আকন বাদী হয়ে বড় কাঠালিয়া গ্রামের সামিম খলিফা ও তার পিতা জাহাঙ্গির খলিফাসহ ৬ জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, অপহরণ মামলার ভিকটিম উদ্বার হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর