![পাঁচবিবিতে সহকারী শিক্ষকদের অনশন কর্মসূচীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/15/pachbibi@abnews_115384.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট) , ১৫ ডিসেম্বর, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধান শিক্ষকের পরের ধাপে বেতন নির্ধারণের দাবিতে ২৩ ডিসেম্বর ঢাকায় আমরন অনশন কর্মসূচী সফল করার দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আমানউল্যা হক রনি ও সম্পাদক মামুনুর আলমের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধায় সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন বালিঘাটা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলাবতী। প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মুকুল। বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর