
কলাপাড়া (পটুয়াখালী) , ১৫ ডিসেম্বর, এবিনিউজ : কলাপাড়ায় বৃহস্পতিবার দিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৭ সফল ভাবে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়। আছর নামাজবাদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া কমান্ড এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রশাসক মো. তানভীর রহমান এর সভাপত্বিতে, মুক্তিযোদ্ধা সাংবাদিক হাবিবুল্লাহ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সুলতান মাহমুদ, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা কমিশনার (ভূমি) মো: রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, কলাপাড়া থানার ওসি আলাউদ্দিন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম বাবুল খান, অধ্যাপক আবদুস সালাম প্রমূখ।
আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টায় কলাপাড়া মিনি সুপার মার্কেটে গৌরবোজ্জ্বল-৯৯ এর আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হয়। সন্ধ্যা ৭ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু’র সভাপতিত্বে আলোচনা সভায় শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় দাড়িয়ে ১ মিনিটি নিরবতা পালনের মধ্য দিয়ে সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম, প্রতিষ্ঠাকালীন সদস্য বশির উদ্দিন বিশ্বাস, জীবন কুমার মন্ডল, প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, জসিম পারভেজ প্রমুখ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খেপুপাড়া শাখা, জাতীয় সমাজতান্ত্রীক দল, জাসদ (আম্বিয়া-বাদল-প্রধান) কলাপাড়া উপজেলা শাখা, মহিপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ কৃষক লীগ দিনটি পালন করেছে।
এবিএন/তুষার হালদার/জসিম/নির্ঝর