
বান্দরবান, ১৫ ডিসেম্বর, এবিনিউজ : প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাজোট ঘোষিত কর্মসুর্চির অংশ হিসেবে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে সারা এই কর্মসুচি পালন করা হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বান্দরবান জেলার আহব্বায়ক মেনি প্রুর সভাপতিত্বে সম্মেলনে অনান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাষ্টার, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম (সুমন), এটিএন বাংলা ও এটিএন নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হকসহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষকগণ।
সম্মেলনে তারা বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকগন যে শ্রম দিয়ে যাচ্ছেন তার প্রকৃত মুল্যায়ন তারা পাচ্ছে না। তারা বলেন, কিছু দুর্গম জেলা আছে যেখানে শিক্ষকরা খুবই কষ্ট করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে, যাতায়াত ব্যাবস্থা ভাল না থাকার কারনে তাদের নানা সমস্যার সম্মুখীনও হতে হয়।
তবুও তারা দেশেকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা পরিশ্রমের প্রকৃত মুল্যায়ন হচ্ছে না বলেও দাবি করেন। তাদের দাবি মেনে না নিলে আগামী ২২ ডিসেম্বর থেকে কেদ্রীয় শহীদ মিনারে আমরন অনশন কর্মসূচী পালন করা হবে বলে জানান।
এবিএন/আব্দুর রহিম/জসিম/এমসি