পাঁচবিবি (জয়পুরহাট), ১৬ ডিসেম্বর, এবিনিউজ : আজ শনিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয়েছে। ভোর ৬.৩৫ মিনিটে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়, পরে কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জন সাধারণ পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধাসরকারী, বেসরকারী, স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় পাঁচবিবি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক মার্চপাস্টে পুলিশ, বিএনসিসি, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গালর্স গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, শিশু-কিশোর সংগঠন ও সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে। সকাল সাড়ে ১০টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী কর্তৃক ডিসপ্লে প্রদর্শন করা হয়, দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশনসহ কেন্দ্রীয় জামে মসজিদ ও বিভিন্ন মন্দির গীর্জায় কুরআন খানি, দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা