![কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/16/bbbbbbbbb_115483.jpg)
কুমিল্লা, ১৬ ডিসেম্বর, এবিনিউজ : গভীর শ্রদ্ধা আর বিনম্্র ভালবাসায় জেলা প্রশাসন, মহানগর আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগ,বিএনপিও বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় উদযাপন করেছে মহান বিজয় দিবস ।
১৬ডিসেম্বরের প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। কুমিল্লা টাউন হল মাঠে সকাল সাড়ে ৬টায়(৬.৩৪মি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সদর সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি, জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নেতৃত্বে চৌকস পুলিশ প্রশাসনের একটি দল। এর পরপর বিউকলে করুণ বেজে ওঠে।শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ,মহানগর আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,কুমিল্লা সিটিকর্পোরেশন,কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ,সরকারি বেসরকারি সংগঠন, জেলা বিএনপি-যুবদল-ছাত্রদল মহিলাদল,কুমিল্লা ক্লাব,রোটারী ক্লাব, উদিচী,যাত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ৮টায় কুমিল¬া ষ্টেডিয়ামে বিভিন্ন কলেজ,স্কুল, ক্যাডেট রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ,জেলা প্রশাসক জাহাংগীর আলম ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন অভিবাদন গ্রহণ করেন।
পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিকালে বিজয় র্যালী,মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা