শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে মহান বিজয় দিবস পালিত

হোসেনপুরে মহান বিজয় দিবস পালিত

হেসেনপুর (কিশোরগঞ্জ), ১৬ ডিসেম্বর, এবিনিউজ : হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ শনিবার উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে উপজেলা কুড়িঘাট কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, হোসেনপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, হোসেনপুর প্রেসক্লাব, ছাত্রলীগ, ছাত্রদল, হোসেনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

বিজয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন ওসি মোঃ আবুল হোসেন। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত