![লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/16/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_115513.jpg)
লক্ষ্মীপুর, ১৬ ডিসেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্নাঢ্য আয়োজনে মধ্য দিয়ে ৪৭তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকাল ৬টা ৩০মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন।
সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণ কবরের পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এ ছাড়াও দিন ব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে ।এসময় লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাব,ধ্রুবতারা, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও আসকসহ নানা সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এবিএন/অ.আ আবীর আকাশ /জসিম/তোহা