
বাউফল (পটুয়াখালী), ১৬ ডিসেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় বিজয় দিবস পালিত হয়েছে । আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদের চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ এমপি ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চীফ হুইপ’র সহধর্মিনী মির্সেস দেলোয়ারা বেগম মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, ওসি মনিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার ,জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ ও বিভিন্নœ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলগের সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর মেয়র জিয়উল হক জুয়েল নেতৃত্বে বাউফল পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক,পৃথক ভাবে কর্মসূচী উদযাপন করা হয়েছে। এ ছাড়াও উপজেলা বিএনপি, জাতীয় পাটি বিজয় দিবসে অংশ গ্রহন করে ।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা