![আগৈলঝাড়ায় ১৬ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/16/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_115550.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৬ ডিসেম্বর, এবিনিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে স্বাধীনতা মঞ্চে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য ১৬ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রইচ সেরনিয়াবাত, অধ্যক্ষ কমলা রানী মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ,মো. লিটন , জেলা পরিষদ সদস্য এ্যাড. রনজিত কুমার সমদ্দার, পিয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,
জসীম সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। এর আগে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম সম্পাদিত মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত পত্রিকা সবার মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা