![বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/16/bbbbbbbbbb_115551.jpg)
বোদা (পঞ্চগড়), ১৬ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিজয়ের প্রথম প্রহরে সূর্যদয়ের সাথে সাথে ৬টা ৪১মিনিটে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনিসহ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এই কর্মসুচীর শুভ সূচনা হয়।
উপজেলা প্রশাসন, বোদা পৌরসভা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ পর্যায়ক্রমে পুষ্পামাল্য অর্পণ করেন। এছাড়াও সকাল থেকেই কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচীতে মহান বিজয় দিবস পালন করা হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা