সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝিকরগাছায় ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী কর্মী নিহত

ঝিকরগাছায় ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী কর্মী নিহত

ঝিকরগাছায় ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী কর্মী নিহত

যশোর, ১৬ ডিসেম্বর, এবিনিউজ : যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মিলন (২৭) নামের এক ছাত্রলীগ কর্মী কর্মী নিহত হয়েছেন। নিহত মিলন ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকার আলমগীর হোসেনের ছেলে। আজ শনিবার বিকেলে ঝিকরগাছার কাটাখাল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ কর্মী মিলন নিজ বাড়ি কাটাখাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, পেটে উপর্যুপরি ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মিলনের মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম আরো জানিয়েছেন, মিলন হত্যাকাণ্ডে কারা জড়িত তা শনাক্ত করতে ও জড়িতদের আটকের জন্য পুলিশ কার্যক্রম শুরু করেছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত