
জামালপুর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে বিজয় দিবসে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারকালে হামলা চালিয়েছে বখাটেরা। ঘটনার তদন্তে শনিবার সকালে বিন্নাফৈর বাজারে পরিদর্শন করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে বিন্নাফৈর বাজারে আওয়ামী লীগ কর্মী মজিবর রহমানের দোকানের সামনে মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করেন। এ সময় টাকুরিয়া গ্রামের আব্দুল বারি মেম্বারের ছেলে ফরহাদ, মোস্তাফিজুরের ছেলে এনামুল, গাছ বয়ড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে জয়নাল ও বিন্নাফৈর গ্রামের ইউনুস আলীর ছেলে বেলালসহ কয়েক বখাটে হামলা ভাঙচুর চালায়।
পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন জানান, ‘হামলাকারীরা বিএনপি-জামাতের সাথে সম্পৃক্ত। তারা বঙ্গবন্ধু সম্পর্কে নানা আপত্তিকর মন্তব্যও করে। তারাকান্দি তদন্ত কেন্দ্রের এসআই আফতাব হোসেন বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/মো: শাহ্ জামাল /জসিম/নির্ঝর