জামালপুর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে সড়ক দূর্ঘটনায় মোটারসাইকেল আরোহী ৪ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে। নিহতরা হলেন-মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪) এবং ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)। আহত আরেক যুবক হলেন-মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এতে মেলান্দহ থেকে ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় আহতকে জামালপুর হাসপাতালে ভর্তি করেছে। বিক্ষুব্ধজনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এবিএন/মো.শাহ্ জামাল/জসিম/নির্ঝর