শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

পাইকগাছা (খুলনা) , ১৭ ডিসেম্বর, এবিনিউজ : দিনব্যাপী নানা কর্মসুচির মধ্যদিয়ে খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন পক্ষে স্থানীয় সংসদ সদস্য এড. শেখ মো. নূরুল হক, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) মো. আব্দুল আওয়াল, এএসপি ইব্রাহীম, থানার ওসি মো. আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পৌরসভার পক্ষে মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামীলীগ এর পক্ষে এমপি এড. শেখ মো. নূরুল হক, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহা. শেখ শহিদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ রাসেল, দেবব্রত রায় দেবু, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, জগদীশ রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম মশিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, বিএনপির পক্ষে উপজেলা আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ, পৌর আহবায়ক এড. জি এম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, জাতীয় পার্টির পক্ষে উপজেলা আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, ফসিয়ার রহমান কলেজের পক্ষে অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় এর পক্ষে প্রধান শিক্ষক মো. আব্দুর গপ্ফার, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষে অজিত কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভাত কুমার দাশ, মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মন্ডল, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের পক্ষে সভাপতি ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মন্টু, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর পক্ষে সংগঠনের নির্বাহী পরিচালক মো. নিজাম উদ্দীন, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মো. ইদ্রিস আলী মোল্লা, রাড়–লী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর পক্ষে চেয়ারম্যান পঞ্চানন সানা, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ, প্রমথ সানা, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর পক্ষে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, পাইকগাছা চিংড়ী বিপনন সমবায় সমিতি লি. এর পক্ষে সভাপতি শেখ জালাল উদ্দীন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের পক্ষে জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, উপজেলা সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পূজা উদযাপন পরিষদের পক্ষে উপজেলা সভাপতি সমীরণ সাধু, কৃষ্ণপদ মন্ডল, আইনজীবি সমিতির পক্ষে সভাপতি সম্পাদক, উপকুল সাহিত্য পরিষদ, পাইকগাছা বনানী সংঘ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি., শিবসা সাহিত্য অঙ্গনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধানগণ পুষ্পমাল্য অর্পন করেন।

পরে সকাল সাড়ে ৮টায় পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান, বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকালে ক্রীড়া এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসুচিতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এড. শেখ মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আওয়াল, ওসি মো. আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক জি এম আজহারুল ইসলাম, অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, এড. শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, প্রভাষক মোমিনুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক রেবা আক্তার কুসুম ও বজলুর রহমান।

অপরদিকে পাইকগাছা উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠণের উদ্যোগে শহীদ স্মৃতি স্মম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক এড. জি,এম, আ. সাত্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. মো. আ. মজিদ (এমবিবিএস)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম মিরাজ, এস,এম, ইমদাদুল হক, এড. টি,এম, মহিউদ্দীন, শেখ আনোয়ারুল ইসলাম, সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, আবুল হোসেন, প্রভাষক শহিদুল ইসলাম, সন্তোষ সরকার, সরদার মনিরুজ্জামান মনি, হবি মোল্যা, আবু সালেহ ইকবাল, আছাদুজ্জামান খোকন, স.ম. আ. জব্বার, শেখ আ. গফুর, আতাউর রহমান, মোস্তফা মোড়ল, মাষ্টার বাবর আলী, আসাদুজ্জামান ময়না, সরদার তোফাজ্জেল হোসেন, আনোয়ারুল কাদির, ইমরান সরদার, রফি সরদার, শেখ রুহুল কুদ্দুস, আ. সাত্তার মোড়ল, সরদার ফারুক আহমেদ, মো. মোহর আলী, তৌহিদুজ্জামান মুকুল, আবু মুছা, সাজ্জাত আহমেদ মানিক, এস,এম, টুকু, মশিউর রহমান মিলন, লক্ষ্মী রাণী গোলদার, মাষ্টার মুজিবর রহমান, মেছের আলী সানা, আবু তালেব, জামশেদ হোসেন, দিপংকর সরদার বাবু, রাজীব নেওয়াজ, প্রভাষক আজিজুল ইসলাম, হযরত আলী, আবু হানিফ, ইস্রাফিল আহমেদ, মাসুদ মোল্যা, স.ম. নজরুল ইসলাম, মো. আব্দুল্লাহ গাজী, অমরেন্দ্রনাথ মন্ডল, সুজায়েত গাজী, হারুন সরদার, হাতেম সরদার, পীর আলী গাজী, শফিকুল ইসলাম, আলতাফ গাজী, গফফার গোলদার, বাবলু ফকির, গাজী আজাহারুল, কাশেম জোয়াদ্দার, মিজানুর রহমান, মনিরুল ইসলাম মন্টু প্রমুখ।

এবিএন/ তৃপ্তি রঞ্জন সেন /জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত