শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় যথাযোগ্য মর্যাদা বিজয় দিবস পালিত

ডিমলায় যথাযোগ্য মর্যাদা বিজয় দিবস পালিত

ডিমলা (নীলফামারী) , ১৭ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডিমলায় সারা দেশের সাথে শনিবার সারাদিন ব্যাপী যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আনন্দ উদ্যিপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপরধ্বনী, স্মৃতি অম্লানে পূষ্পমাল্য অর্পণ, দোয়া ও মুনাজাজ শেষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেসটুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন থেকে তেলোআত শেষে সারা দিনের কর্মসুচি শুরু করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখ, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

মহান বিজয় দিবসে স্মৃতি অম্লানে পুস্পমাল্য অর্পন শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ, সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা অনুষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, থানা পুলিশ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস, গার্লস গাইড, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সন্মিলিত কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের শারীরিক কসরত প্রর্দশন করা হয়।

দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের মাঝে মহান বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত