শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

গাজীপুর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : ১৬ ডিসেম্বর, ২০১৭ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা মহান বিজয় দিবস। পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। শৌর্য আর বীরত্বের এক অবিস্বরণীয় দিন। জাতীয় জীবনের এ স্বরণীয় দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে জঙ্গি ও ক্ষুধামুক্ত সুখী-সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনের প্রত্যয় নিয়ে সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরেও যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয়ের এই দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার গন্তব্য ছিল একটি। সবার পথ এক হয়ে মিশে যায় কালিয়াকৈর গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত কালিয়াকৈরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের পথে।

কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

কালিয়াকৈরের সকল শ্রেণীর মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয় শহীদ স্মৃতিসৌধ। ফুলে ফুলে ঢেকে যায় প্রিয় স্মৃতিসৌধের বেদি।

শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে শহীদ স্মৃতিসৌদের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন কালিয়াকৈরের উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

পরে সেখানে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিজয় দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা ও পৌর বিএনপি, কালিয়াকৈর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

উপজেলা প্রশাসনের উদ্যোগে গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্চপাস্টের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমতারা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন। শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে গোটা শহীদ স্মৃতিসৌধ এলাকা।

কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরস্কার বিতরন, প্রীতি ফুটবল খেলা, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মহিলা ও অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

কালিয়াকৈরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারি, বেসরকারি ভবনে সম্মানের সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

উল্লেখ্য, দিবস উদযাপনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অন্যদিকে দিবসের প্রথম ভাগে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. রেজাউল করিম রাসেল।

এবিএন/ আলমগীর হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত