![কাউখালীতে বিজয় দিবসে আওয়ামী অঙ্গ সংগঠনের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/kaukhali-maramari1_115601.jpg)
কাউখালী, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে মহান বিজয় দিবসে তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১০ জন নেতা কর্মী আহত হয়েছে। শনিবার সকালে শহরের টেম্পু স্টান্ডে বিজয় দিবসের শুভেচ্ছা ব্যানার ছিড়ে ফেলার জের ধরে বিদ্যমান দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় শহরে আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে, বিজয় দিবসের আওয়ামী অঙ্গ সংগঠনের সাঁটানো বিজয় দিবসের ব্যানার মুজিব সেনার কয়েকজন কর্মী ছিড়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতকর্মীদের মাঝে বাক বিতন্ডতার শুর হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায় উভয় পক্ষ লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহরে আতংক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, মুজিব সেনার সাধারন সম্পাদক শান্ত খন্দকার, আমরাজুড়ী স্কুল ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার শুভ, কাউখালী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু তালুকদারসহ ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে আওয়ামী অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে তাৎক্ষনিকভাবে সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন বলেন, ১৬ই ডিসেম্বরের বিজয় দিবস অনুষ্ঠানের স্থলে টানানো স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ব্যানার মুজিবসেনা নামধারী সংগঠনের সালাউদ্দিনসহ তিনজন মিলে ছিড়ে পদদলিত করে এ সময় হাতে নাতে ছাত্রলীগের কর্মীবৃন্দ তাদেরকে ধরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা একটি ধারালো অস্ত্রসহ তিনজনকে পুলিশের নিকট সোপর্দ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইউম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন ও সুনীল কুন্ডু, সদর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রশিদ মিল্টন, অধ্যক্ষ অলোক কর্মকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, মহান বিজয় দিবসে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে কতিপয় নেতা কর্মীদের মাঝে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিজয় দিবসে যা কাম্য নয়।
কাউখালী থানার অফিসার ইনচাজ মো. মনিরুজ্জামান বলেন, দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এবিএন/সৈযদ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর