![কাউখালীতে মায়ের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/suicide_abnews_115602.jpg)
কাউখালী, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে মায়ের সঙ্গে অভিমান করে মৌমিতা মন্ডল সম্পা (২১) নামে এক কলেজ ছাত্রী তুতে (কপারসালফেট) খেয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার উজিয়াল খান গ্রামে ঘটনাটি ঘটে।
দুপুর সাড়ে তিনটার দিকে মৌমিতাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন, পরে বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন। মৌমিতা উজিয়ালখান গ্রামের প্রবাসী সঞ্চয় মন্ডলের মেয়ে। পিরোজপুর সরকারী শহীদ হোসেন সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
জানা গেছে, সকালে মাকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে দুপুরে বাসায় ফিরে। এ নিয়ে তার মা বকাবকি করায় সে তুতে খায় এবং সে বমি করলে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সম্পার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ইউডি মামলা হবে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি