![লাকসামে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/laksam,-comilla-bijoy_115603.jpg)
লাকসাম (কুমিল্লা) , ১৭ ডিসেম্বর, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার লাকসামে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শূভসূচনা করা হয়। ওইদিন রাত ১২টা ১মিনিটে বেলতলি বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকালে স্থানীয় লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, গার্লস গাইড, রোবার স্কাউটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, ক্রীড়া, চিত্রাংকন প্রতিযোগিতা, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, ইউএনও মোহাম্মদ রফিকুল হক, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মাওলা চৌধূরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, রাশিদা বেগম প্রমূখ।
এবিএন/ ইকবাল হোসেন মিন্টু/জসিম/নির্ঝর