রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

সিংড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

সিংড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

নাটোর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চকসিংড়া তিনমাথা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত তফিকুল একই গ্রামের আব্দুল কুদ্দুস মেম্বারের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় তফিকুল ইসলাম তেমুক নওগাঁ বাজার থেকে হেটে বাড়ি ফিরছিলেন। পরে তিনি চকসিংড়া মোড়ে পৌঁছালে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে মুখে বিষ ঢেলে দেয়।

এসময় তফিকুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এবিএন/ রাজু আহমেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত