![সিংড়ায় গরীবের এ্যাম্বুলেন্স উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/nator-ambulence_115608.jpg)
নাটোর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের সিংড়ায় জিএসপি-৩ (২০১৭-১৮) অর্থবছরের আওতায় ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শনিবার দুপুরে সিংড়া পৌর শহরের বিভিন্ন শহরে নিজে চালিয়ে ‘‘ গরীবের জন্য এ্যাম্বুলেন্স ’’ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এম.পি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম.এম. আবুল কালাম প্রমুখ।
এবিএন/ রাজু আহমেদ/জসিম/নির্ঝর