![খাগড়াছড়ির ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/khagrachari--islame-andolan_115618.jpg)
খাগড়াছড়ি, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা অবরোধ, মুসলামদের উপর হামলা, নির্যতন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী ঘোষনা ও স্বীকৃতির প্রতিবাদে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাদ জুমা জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মুফতি ইমাম উদ্দিন কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন, সদর সভাপতি এডভোকেট মো: আব্দুল মোমিন, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি আব্দুল জাব্বার, ছাত্র আন্দোলনের সভাপতি আলম হোসেন, সাবেক সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।
বক্তারা অভিলম্বে মুসলিম নির্যাতন বন্ধের দাবী জানিয়ে অভিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।
এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর