বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাজেক হতে ৩শ কিলোমিটার ট্যুর ডিসিএইচটি বাইক প্রতিযোগীতা

সাজেক হতে ৩শ কিলোমিটার ট্যুর ডিসিএইচটি বাইক প্রতিযোগীতা

সাজেক হতে ৩শ কিলোমিটার ট্যুর ডিসিএইচটি বাইক প্রতিযোগীতা

খাগড়াছড়ি, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : ৪৬তম বিজয় দিবসে ব্যতিক্রম আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব দ্বিতীয় বারের মতো ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগীতা দৃর্ঘম সাজেক টু তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাংগামাটি ও বান্দরবান জেলা থানছি পর্যন্ত ৩শ কিলোমিটার মাউন্টের বাইক প্রতিযোগীতা শুরু হয়েছে। আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সাজেক পর্যটনে শনিবার সকাল সাড়ে ৯টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড চেয়ারম্যান এর সহধমীনি অনামিকা রোয়াজা, পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, সেনাবাহিনী উধ্বর্তন কর্মকর্তা, পুলিশ, বিজিবি বাহিনী কর্মকর্তা, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব কর্মকর্তা ও বাইক প্রতিযোগীতা অংশগ্রহনকারীরা উপস্থিত ছিলেন ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বক্তব্যে বলেন, ১৯৯৭খ্রি; পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী স্থানীয় পর্যটনগুলো তিন পার্বত্য জেলা পরিষদ নিকট স্থানান্তর করেছে সরকার। তিন পার্বত্য জেলা পরিষদ হতে নীতিমালা প্রনয়ন খসড়া পেয়েছে মন্ত্রণালয়। সেটি পর্যালোচনা করে পর্যটন নীতিমালা অতিশীঘ্রই অনুমোদন করবে মন্ত্রণালয়। অনুমোদন হলে তিন পার্বত্য জেলাতে পরিবেশ বান্ধব, জনবান্ধব, পর্যটন গড়ে ওঠবে বলে জানান। দ্বিতীয় বারে মতো মাউন্টের বাইক প্রতিযোগীতা মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি সারাদেেেশর জনগনে কাছে পার্বত্য জেলা পর্যটনকে পরিচিত করার উদ্দেশ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে। সাজেক পর্যটন রাংগামাটি জেলা হলেও ভৌগলিকভাবে খাগড়াছড়ি জেলায় কাছাকাছি হওয়ার পর্যটকরা খাগড়াছড়ি হয়ে প্রত্যকদিন যাতায়াত করছে।

বিজয় দিবসে ১ম ধাপের প্রতিয়োগীতা সাজেক থেকে রাংগামাটি ১১০কিলোমিটার পুরুষ-৫০জন, নারী-৩জন সহ মোট ৫৩জন, দ্বিতীয় ধাপে ১৭ডিসেম্বর রাংগামাটি থেকে বান্দরবান পর্যন্ত ৯০কিলোমিটার ও তৃতীয় ধাপের ১৮ডিসেম্বর বান্দরবান হতে থানছি পর্যন্ত ৮০কিলোমিটার সর্বমোট ৩০০কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অ্যাডভেঞ্চার ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগীতা অংশগ্রহন করছে।

এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত