![খাগড়াছড়িতে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে সংবাদ সংম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/khagrachari-primary-school_115623.jpg)
খাগড়াছড়ি, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বেতন বৈষম্য নিরসনে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন স্কেল নির্ধারনে এর ১দফা দাবিতে সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক সমিতি আয়োজনে প্রেস ক্লাবে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত কপি পাঠ করেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা কমিতি সদস্য সচিব মাসুদ পারভেজ, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটি আহ্বায়ক এ্যামিনি দেওয়ান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সদর উপজেলা কমিটি সভাপতি মনিরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা কমিটি সভাপতি কাজী সাইফুল ইসলাম, রামগড় উপজেলা কমিটি সভাপতি আবুল কাশেম, মহালছড়ি উপজেলা কমিটি সভাপতি মংশেনু মারমা, দিঘীনালা উপজেলা সভাপতি সুভাষ দত্ত, মানিকছড়ি উপজেলা কমিটি সভাপতি চিংহ্লাপ্রু মারমা, পানছড়ি উপজেলা কমিটি সভাপতি সুরেশ কুমার ত্রিপুুরাসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদানের জন্য মন্ত্রণালয়ে একটি সুপারিশ প্রেরণ করা হয়েছে। কিন্তু সহকারী শিক্ষকরা বিগত চার বছর ধরে আন্দোলন করার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমলাসহ নীতিনির্ধারক গণের দ্বারস্থ হওয়ার পরেও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদান করা হলে সহকারী শিক্ষকদের সাথে তাদের বেতন স্কেলের ব্যবধান হবে ৪ধাপ। প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদান আমরাও চাই। কিন্তু তার আগে সহকারী শিক্ষকদের ন্যায্য দাবী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন স্কেল প্রদানের বিষয়টি সমাধান করতে হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা এক দফা (প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন-স্কেল নির্ধারণের) দাবীতে আলটিমেটাম দিয়েছে। আগামী ২২ডিসেম্বরের মধ্যে এ দাবী সরকার মেনে না নিলে ২৩ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করবে।
এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর