শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে অগ্নিকাণ্ডে ২৬ ঘর পুড়ে ছাই

গাজীপুরে অগ্নিকাণ্ডে ২৬ ঘর পুড়ে ছাই

গাজীপুর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রান্নার করার গ্যাসের আগুনে ২৬টি ঘর ও মালামাল পুড়ে গেছে।

আজ রবিবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পূর্বচন্দ্রা এলাকার মাসুদ আলম সোহেলের বাড়িতে এ অগ্নিকাণ্ড হয়।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাড়ির ২৬টি ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। গ্যাস সিলিন্ডারের লিকেজ পাইপ থেকে বের হওয়া গ্যাসে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত