শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কক্সবাজারের ঈদগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

ঈদগাঁও (কক্সবাজার), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজার সদরের ঈদগাঁও ভাদিতলা গহীন অরন্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধু¤্রজার সৃষ্টি হয়েছে চলছে কাঁনাঘোষা। উদ্ধার করা যুবক ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার ওসমানের পুত্র জামাল হোসেন (২৬) ওরপে জামাল মিস্ত্রী বলে জানা গেছে। পেশায় সে হাইয়েস মাইক্রো বাসের রং মিস্ত্রী।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিবার সকালে কাঠুরিয়ারা বনে গাছ সংগ্রহ করতে যাওয়ার সময় ভাদিতলার পুর্বে সামাজিক বনায়নে শীতের পোষাক (সুইটার) পেচানো অবস্থায় গাছে ঝুলিয়ে থাকা একটি মানুষ দেখতে পায়। বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে। তিনি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে বলা যাবে হত্যা না আত্মহত্যা।

এবিএন/সেলিম উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত