শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডোমারে ইসলামিক ফাইন্ডেশনের বিজয় দিবস উদযাপন

ডোমারে ইসলামিক ফাইন্ডেশনের বিজয় দিবস উদযাপন

নীলফামারী, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন । দিবসের প্রথম প্রহরে স্মৃতিসোৗধে পুষ্পমাল্য অর্পণ ও বিকালে আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে ফিল্ড সুপারভাইজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শহীদদের রুহের মাগফেরাত সহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা শেষে ফাউেেন্ডশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হাম্দ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত