![কমলনগরে পূর্বশত্রুতার জের ধরে হামলা, আহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/hamla_abnews_115670.jpg)
লক্ষ্মীপুর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে আহতের বসতবাড়ীতে ঘটেছে।
জানা গেছে, চরজাঙ্গালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শরীয়তের বাপের বাড়ীর মৃত হাজী জয়নাল আবেদীনের ছেলে নুর মোহাম্মদ (৭৫) ও নুর মোহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (৫৫), আবুল কালাম আজাদ (২৫)কে একই বাড়ীর মৃত সুলতান আহম্মদের ছেলে সবুজের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে ও কুপিয়ে মারাক্তক জখম করে।আহতদের শৌর চিৎকারে এগিয়ে এসে এলাকাবাসী উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ নিয়ে কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে নুর মোহাম্মদের পরিবার থেকে জানানো হয়।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি