নীলফামারী, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের স্ত্রী ইসমোতারা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সৈয়দপুর উপজেলা শহরের কয়ানিজপাড়া মহল্ল¬ার নিজ বাসার পিছনে প্রায় ৫০ গজ দূরে একটি নির্মানাধীন বাসার একটি কক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে খুনের জন্য ব্যবহৃত একটি বটি উদ্ধার করেছে পুলিশ। সকালে কয়ানিজপাড়ায় তাদের বাসার পেছনে ইসমোতারার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাকে ভোর রাতের কোন এক সময় হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম ও ছোট ভাই স্কুল শিক্ষক সফিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার এ বিএম আতিকুর রহমান জবাই করা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । উল্লে¬খ্য যে, এর ১৮ দিন পূর্বে একই এলাকার একটি বাসা থেকে পার্বতীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মামনুর রশিদ মামুন ও তার বান্ধবী সাথী আরা নামে দুই জনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় খুনের সাথে জড়িত নুর মোহাম্মদ ওরফে সুমনকে দুই সপ্তাহ পরে গ্রেফতার করেছে পুলিশ।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা