
ঢাকা, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে তাতে যে রায় আসবে, তা বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলে, ‘একটি কথা খুব স্পষ্ট, যদি ক্ষমতাসীনরা ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়, তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। তখন জনগণ যে রায় দেবে আমরা সেই রায় মাথা পেতে নেব।’