সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • আটোয়ারীতে এসিল্যান্ডের বাড়িতে প্রেমিকার অবস্থান
বিয়ের দাবীতে

আটোয়ারীতে এসিল্যান্ডের বাড়িতে প্রেমিকার অবস্থান

আটোয়ারীতে এসিল্যান্ডের বাড়িতে প্রেমিকার অবস্থান

আটোয়ারী (পঞ্চগড়), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের আটোয়ারীতে বিয়ের দাবীতে এসিল্যান্ডের বাড়িতে এক প্রেমিকা অবস্থান করছে। উল্লেখ, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের কুড়ান চন্দ্র পালের পুত্র পীরগঞ্জ উপজেলার এসিল্যান্ড রামানাথ কান্ত পাল এর বাড়িতে দিনাজপুর সদরের নির্মল রায় এর মেয়ে মমতা রায় বিয়ের দাবীতে অবস্থান নেয়।

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান কালে প্রতারিত প্রেমিকা মমতা রায় সাংবাদিকদের জানায়, দীর্ঘ দিন থেকে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলছিল। রামানাথ কান্ত পাল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলে উভয়ের মধ্যে স্বামী-স্ত্রীর মত দৈহিক মেলা মেশাও হয় বলে দাবী করেন ওই প্রেমিকা। এক পর্যায়ে রামানাথ কান্ত পাল মমতাকে তার নিজ বাড়ি দেখাতে নিয়ে আসলে সে আর যাবেনা বলে দাবী জানায়। পরে রমানাথ কান্ত নিজেকে রক্ষা করার জন্য মমতাকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনে নিয়ে গেলে নির্বাহী অফিসার শারমিন সুলতানা রমানাথ ও মমতার প্রেমের ডুকুমেন্ট মোবাইল ফোন মেমরী কার্ড মমতার কাছ থেকে নিয়ে নেয় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মমতাকে তার দিনাজপুরের বাড়িতে ফেরৎ পাঠায়।

এরপর রামানাথ কান্ত পালের সাথে নিয়মিত মোবাইলে কথা বার্তা হলেও বিয়ের কোন ব্যবস্থা না হওয়ায় এক পর্যায়ে নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মমতা রায় বিয়ের দাবীতে রমানাথ কান্ত পালের বাড়িতে অবস্থান নেয়। ঘটনার দিন রাতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালায়। কিন্তু ওই কর্মকর্তাগণ ঘটনাস্থলে এর সুরাহা করতে না পেরে ফিরে আসেন।

এ ঘটনায় এসিল্যান্ড রামানাথ কান্ত পালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এবিএন/হাসিবুর রহমান/জসিম/তোহা

ERROR while connect: mysql_error