![প্রচারণায় নিরাপত্তা ও নিরপেক্ষতা দাবী প্রার্থীদের মতবিনিময় সভায়](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/nator_abnews24 copy_115705.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণ বিধি মেনে প্রচারণায় জোড় নিরাপত্তা ও নিরপেক্ষতার দাবী জানিয়েছেন। আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ¦ন্দ্বী প্রার্থীদের অংশ গ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার ও বনপাড়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বনপাড়া পৌরসভার মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলর এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনা খাতুন বলেন, সরকার ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে বলতে চাই নির্বাচণ অবাধ ও নিরপেক্ষ হবে। এই ঘোষণা বাস্তবায়নে সকল পদক্ষেপ নিতে সরকার প্রস্তুুত। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সুনির্দিষ্ট ভাবে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করুন। কোন মিথ্যা অভিযোগ করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজ্জাকুল ইসলাম বলেন, মানুষ শান্তি প্রিয় এবং সম্মানিত মানুষেরা বড়াইগ্রামে বাস করে। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে, তাই মিথ্যা অভিযোগ করে বা আচরণ বিধি লংঘন করে নিজেদের সম্মানহানি করবেন না।
সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর-রশিদ বলেন, নিজেদের মধ্যে বিভেদ ভুলে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে সহযোগিতা করুন। আচরণ বিধি মেনে চলুন, তথ্য প্রমানসহ অভিযোগ করুন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বলেন, নির্বাচন সংক্রান্ত অভিযোগ ফোনে নয় লিখিত ভাবে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। তবেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ফোনে অভিযোগ নিলে অসংখ্য প্রতারকরা মিথ্যা অভিযোগের সুবধা পাবে। এতে প্রার্থী এবং প্রশাসনের লোক ্ভয়ে হয়রানি হবে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, জেনে বুঝে প্রয়োজনে অভিযোগ করুন। সব বিষয়ে অভিযোগ করলে গুরুত্ব হারাবেন।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মহুয়া ইয়াসমিন অভিযোগ করে বলেন, তার কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। অপরদিকে আওয়মীলীগের মেয়র প্রার্থী কেএম জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনকে প্রভাবিত করতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ ধরণের অভিযোগ করছেন।
সমাপনি বক্তৃতায় জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে, তাই নির্বাচনী পরিবেশ রক্ষায় সকল প্রার্থীর আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। আচরণ বিধি মানতে বাধ্য করার জন্য আইনি বল প্রয়োগ কাম্য নয়। তবে সরকার সবধরণের প্রস্তুতি নিয়েছেন নিরপেক্ষ নির্বাচন করতে।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা