![আগৈলঝাড়ায় ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_115709.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজড করার জন্য ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন গাজী, মো. চুন্নু ফকির, টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম প্রমুখ।
এসময় উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়। উপজেলার মোট ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এরপূর্বেও ২২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছিল। ল্যাপটপ প্রদানের পূর্বে প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য দ্রব্য প্রদান করা হয়েছে। বাকি ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে পর্যায়ক্রমে ল্যাপটপ বিতরণ করা হবে বলে জানা গেছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা