শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

অভয়নগর (যশোর), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : অভয়নগরে উপজেলা প্রসাশনের উদ্যোগে গতকাল শনিবার সকালে নওয়াপাড়া শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কমসূর্চির মধ্যে দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ সময় নানা কর্মসূচি মধ্যে থাকা সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধমে দিবসটি শুভসূচনা শুরু করে। এরপর সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন,৮.৩০ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী ১১টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১১.৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল হক মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সম মোশারেফ হোসেন, জেলা পরিষদ ১০নং ওয়ার্ডের সদস্য শাহ মুরাদ আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া, হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।

আরও বক্তব্য রাখেন- নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিত দেব, কৃষি কর্মকর্তা গোলাম সামদামী প্রমুখ।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত