বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কলাপাড়ায় দুই নারীর ভিজিডি কার্ডের চাল লোপাট

কলাপাড়ায় দুই নারীর ভিজিডি কার্ডের চাল লোপাট

কলাপাড়া (পটুয়াখালী), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : ভিজিডি কর্মসূচির জন্য উপকারভোগী ২ নারী মোসাম্মৎ মাহমুদা বেগম এবং মোসাম্মৎ আকলিমা বেগমের বরাদ্দকৃত চাল লোপাটের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর খাদ্য নিরাপত্তা বেস্টনীর প্রকল্প (ভিজিডি চক্র ২০১৭-২০১৮) তালিকায় তারদের নাম কাগজে-কলমে ঠাঁই হয়েছে। এ বছরের জানুয়ারি মাস থেকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু আজ অবধি এক মুঠো চালও তাদেও ভাগ্যে। অথচ কগজে কলমে ওই চাল উত্তোলন দেখানো হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদে বহুবার ধর্ণা দিয়েও কোন ফল হয়নি। চাল তো দুরের কথা কার্ডটিও হাতে পাননি। দশা ছোনখোলা গ্রামের মোসাম্মৎ আকলিমা বেগম জানান, তার কার্ড নম্বর ৪৫, চাল কোথায় গেছে, কে তুলেছে বা বিক্রি করেছে তার কোন হদিশ মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আখতার দিতে পারেননি।

গত ১১ মাসে দুই দরিদ্র নারীর ৬৬০ কেজি চাল লোপাট হয়েছে। গ্রামের বহু মানুষের অভিযোগ এমন অন্তত ২০-২৫ কার্ডধারী তাদের জন্য সরকার খাদ্য সহায়তার ব্যবস্থা করলেও তার কোন সুফল পাচ্ছেন না। ওই ইউনিয়নে অক্টোবর-২০১৭ পর্যন্ত চাল বিতরন করা হয়। লালুয়া ইউনিয়নের অনুমোদিত ভিজিডি (২০১৭-২০১৮) চক্রের ৩২৬ দরিদ্র মহিলার ৩০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে বাস্তবে এক জনের নামের কার্ডে আরেকজনের ছবি লাগিয়ে চাল আত্মসাত করা হচ্ছে।

গ্রাম ভিত্তিক তালিকা যাচাই-বাছাই করলে ভিজিডি কর্মসূচির এসকল দুর্নীতির আসল তথ্য বের হয়ে আসবে। মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, তদন্ত করে বিষয়টি তিনি দেখবেন। ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা জানান, বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসা করাচ্ছেন। তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি করবেন। ওই ইউনিয়নের তদারকি কর্মকর্তান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, বিষয়টি যাচাই-বাছাই করে দেখছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিএন/তুষার হালদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত