![দৃষ্টি প্রতিবন্ধি সুমিত্রা তিন মাস থেকে নিখোঁজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/sumitra_115714.jpg)
তারাগঞ্জ (রংপুর), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : সুমিত্রা রানী রায় তিন মাস থেকে নিখোঁজ। সুমিত্রার নিখোঁজের শোকে পরিবারে আজাহারী নেমে গেছে।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া বাবু পাড়া গ্রামে অনিল চন্দ্র রায়ের মেয়ে সুমিত্রা রানী (২২)। প্রতিবন্ধি স্কুলে প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছেন। লেখা পড়ার পাশাপাশি হাতের কাজ করতেন সে।
সুমিত্রার মা কনকন বালা বলেন, দৃষ্টি প্রতিবন্ধি সুমিত্রা হলেও তার কোন বিচক্ষণতার ঘাটতি ছিল না। এলাকার সবার সাথে ভালো যোগাযোগ ছিল। সুমিত্রা চোখে অল্প অল্প দেখতে পারত।
বাবা অনিল চন্দ্র বলেন, পরিবারের অভাব-অনটনের কারনে সহপাটি বিজয় এর সাথে ঢাকা মিরপুর জনৈক গার্মেন্টসে প্রায় ছয় মাস পূর্বে চাকুরী নেয়। পরে দু-মাসের বেতনের টাকা বাড়িতে পাঠিয়ে ছিল।তারপর একদিন হাঠাৎ করে একটি ফোন আসে গ্রামের বাড়িতে। ঐ মুটো ফোনে তার সহপাঠি বিজয় বলে সুমিত্রা ঢাকা মিরপুরে ঐ গার্মেন্টস নেই।
ওই সময় থেকে পিতা অনিল চন্দ্র মাতা কনকন বালা মেয়ের জন্য দিশেহারা হয়ে পড়ে। স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও কোথাও তার সন্ধ্যান পাওয়া যায়নি।
এ বিষয়ে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে পরিবারের ঠিকানায় এবং এই নম্বরে ০১৭৯৩৯২৬১৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি