![মাদারীপুরে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/bijoy-dibosh_abnews_115718.jpg)
মাদারীপুর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : মাদারীপুরে যথাযথ মর্যদার মধ্যদিয়ে পালিত হয়েছে ৪৬তম মহান বিজয় দিবস ২০১৭। এ উপলক্ষে বর্ণাঠ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর ৬টায় মাদারীপুর পুলিশ লাইনে কুচকা আওয়াজ ও ৩১টি ধব্বনির মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান। পরে সকাল ৭টায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধি পুষ্পমার্ল অর্পণ। দেশের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সর্মধনা দেওয়া হয়।
সকাল সাড়ে ৮টায় মাদারীপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, প্যারেট প্রর্দশন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্যারেট প্রর্দশনের সালাম গ্রহন করেন নৌপরিবহন মন্ত্রি শাজাহান খান এমপি ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার জনাব মোঃ সরোয়ার হোসেন। দুপুরে সাঁতার প্রতিযোগিতা, ও বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা বিকালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহন বিশ্ববিদ্যালয়, কলেজ, হাইস্কুলে, মাদ্রাসা, প্রাইমারী, কেজী স্কুলসহ বিাভন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক সৈয়দ ফরিুক আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব পালেুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আল মামুন ও উত্তম প্রশাধ পাঠক, উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, জেলা মুক্তিযেদ্ধিা কমান্ডার শাজাহান হাওলাদার জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খানসহ জেলার কর্মকর্তা ও আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি