শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কাউখালীতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কাউখালী, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে শহরের মুজিব চত্বরে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মো. কাইয়ুমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজামান পল্টনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার।

আরও বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মতিউর রহমান সরদার, সাংঠনিক সম্পাদক মো. জিয়াউল হাসান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সিকদার প্রমূখ।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত