শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুলাউড়ায় বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত

কুলাউড়ায় বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত

কুলাউড়া (মৌলভীবাজার), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : বিজয়ের ৪৬তম উৎসবে স্বাধীন বাংলাদেশের ভূখন্ড ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, সেই সব বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কুলাউড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠে কুলাউড়া স্বাধীনতা সৌধের বেদী। উৎসবমুখর পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচঁকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাদি উর রহিম জাদিদ , কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা প্রমুখ।

অনুষ্টানে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্লসগাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা কুচঁকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে।

এরপর বেলা ১১ টায় স্বাধীনতা সৌধ সম্মুখে বিজয়ের মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে ও কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক গিয়াস উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, ডেপুটি কমান্ডার আতাউর রহমান আতা প্রমুখ।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত