শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জাতির জনকের কল্যাণের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি
বন্দরে বিজয় দিবসের পুরুস্কার বিতরণকালে মেয়র আইভী

জাতির জনকের কল্যাণের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি

জাতির জনকের কল্যাণের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি

বন্দর, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে। জাতির জনকের কল্যানের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা আমাদের হাতে তোলে দিয়েছে। এই পতাকার সম্মান আমরা ধরে রাখব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সূর্য সৈনিকদের জন্ম না হলে এ দেশেকে আমরা স্বাধীনতা পেতাম না। আমি কারো কুপরামর্শ শুনি না এবং কান কথা শুনি না। আমি সাধারণ জনগণের কথা শুনি। আমি বন্দরবাসীকে ভালোবাসী। বন্দরের জনগনকে ভালোবাসি বলে এখানে খেলার আয়োজন করেছি। এই সোনাকান্দায় একটি স্টেডিয়াম করা হবে।

গতকাল শনিবার বিকেল ৪টায় সোনাকান্দা স্টেডিয়ামে মহান বিজয় দিবস ২০১৭ ইং উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সিও এহেতে সামছুল হক।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সোনাকান্দা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি ও ভাষা সৈনিক আহসান উল্ল্যাহ মৃধা। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও কাউন্সিলর ঝন্টু প্রমুখ।

ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর একাদশ ২-০ গোলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্মকর্তা ও কর্মচারি একাদশকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তোলে দেন প্রধান অতিথি মেয়র আইভী।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত