শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠান থেকে মুক্তিযোদ্ধার চির বিদায়

দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠান থেকে মুক্তিযোদ্ধার চির বিদায়

দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠান থেকে মুক্তিযোদ্ধার চির বিদায়

দাউদকান্দি (কুমিল্লা), ১৭ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠান থেকে ছিদ্দিকুর রহমান (৭২) এক মুক্তিযোদ্ধা চির বিদায় নিয়েছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনুষ্ঠানস্থলেই মৃত্যুবরণ করেন ৭১’এর এই বীরসেনা।

তিনি দাউদকান্দি উত্তর ইউনিয়নের সাবেক মেম্বার এবং উপজেলার চারআনি হাসনাবাদ গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। বিকেল ৩টায় তার নিজ বাড়ীতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গতকাল শনিবার মহান বিজয় উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টান চলছিল। সকাল সাড়ে আটটায় মুক্তিযোদ্ধাদের র‌্যালী শেষ করে গ্যালারীতে বসে কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান।

গ্যালারীতে উপস্থিত দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন তাৎক্ষনিক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যাবস্থা করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইয়াসিন তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর সংবাদ অনুষ্টানস্থলে পৌছলে পুরো অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে এবং উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত