![রাজবাড়ীতে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/sova_abnews_115812.jpg)
রাজবাড়ী, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজবাড়ীতে ৬দিন ব্যাপী বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে যুব গেমসের উদ্ভোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যন এ্যাডভোকেট এম এ খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, অলিম্পিক এ্যাসেসিয়েশনের প্রতিনিধি নিবেদিতা দাস।
জেলার ৪টি উপজেলার শতাধিক শিক্ষার্থী এই গেমসে অংশগ্রহণ করছে। আগামী ২৩ তারিখে সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ দিন ব্যাপী যুব গেমস শেষ হবে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি