![কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/michil_abnews_115814.jpg)
কাউখালী, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’’ এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন- কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা মৎস্য অফিসার মোঃ জাকির হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবির, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি