বড়াইগ্রাম (নাটোর) , ১৮ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় ইউএনও আনোয়ার পারভেজ বলেন, প্রায় এক কোটি ৭ লাখ বাংলাদেশী বিভিন্ন ভাবে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হিসাবে অবস্থান করছেন। প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস জানান, দেশে মোট প্রবৃদ্ধির ৩৪ শতাংশ আসে বাঙ্গালী অভিবাসীদের পাঠানো বৈদেশিক রেমিটেন্স থেকে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, আব্দুল জলিল প্রামাণিক, গৌরপদ মন্ডল, আবুল খায়ের খান, ঈমান আলী প্রমূখ।
এবিএন/ আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/নির্ঝর