![কটিয়াদীতে ইউসিবি ব্যাংকের ১৭২তম শাখা উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/abnews-24.b_115846.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ১৮ ডিসেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ব্যাংকের ১৭২তম উদ্বোধন করা হয়। আজ সোমবার কটিয়াদী উপজেলা হাসপাতাল রোডে কুয়েত প্লাজার দ্বিতীয় তলায় এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাংকের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ইউসিবি ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত পরিচালক শওকত জামিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া, বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/তোহা